Office Management Solution
1. Manage Your All Staff Convence Bill System
2. Manage Your All Staff Lunch Bill System
3. Manage Your All Staff Loan Facility System
1. ধরুন আপনি আপনার অফিসের স্টাফ দের প্রতি দিন যাতায়ত খরচ দেন, যেমন আপনার স্টাফ কোন কাস্টমার এর সাথে দেখা করতে গেল এখানে তার কিছু গাড়ি ভাড়া খরচ হল সে আপনাকে একটা কাগজে লিখে দেয় আর আপনি অফিস এর ডেস্কে বসে দেখেন, যেটা আপনি প্রতি সাপ্তাহে পেমেন্ট করেন। যার জন্য আপনাকে কিছু কাগজ সংরক্ষণ করতে হয়, কিন্তু আপনি আমাদের এই সফটওয়্যার ব্যাবহার করলে আপনাকে কোন কাগজ ব্যাবহার করতে হবেনা। আর আপনি যেই বিল টা মনে করবেন বাড়িয়ে লিখল সেটা আপনি বাতিল করার ক্ষমতা পাচ্ছেন, বাতিল করার পর আপনার স্টাফ পুনরায় সংসদন করার পর আপনি সেই বিল টা পাশ করাতে পারবেন।
2. ধরুন, স্টাফরা মাঝে মধ্যে অফিস এর কাজে দুপুরের খাবার বাহিরে খেতে হয় বা খায় যার বিল অফিস পেয় করে, আর যার জন্য আপনাকে বিল দিচ্ছে যা আপনার অফিস পেয় করছে, এইটা আপনি আমাদের এই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারেন। এবং আপনি এক ক্লিক এ লাইফ টাইম হিস্টরি পাবেন।
3. মাঝে মাঝে আপনার স্টাফরা আপনার অফিস এর অ্যাকাউন্ট থাকে ঋণ নেয় যা আপনাকে বেতন থেকে কেটে নিতে বলে, এই হিসাব টাও আপনি আমাদের এই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারেন। এতে আপনি পাবেন কোন স্টাফ কয়বার ঋণ নিল আর কবে নিল, স্টাফ এর লাইফ টাইম রিপোর্ট।
আর আমাদের এই সিস্টেম টা হল ১০০% অনলাইন সিস্টেম, আপনার স্টাফরা অনলাইনে এ তাদের বিল সাবমিট করবে। আপনি ও অনলাইনেই দেখবেন।